1. admin@ajkernarayanganj.com : admin :
বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শীতলক্ষ্যায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর খেয়াঘাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার শীতলক্ষায় গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয় ওই দুই শিশু।

নিহত ইসমাইল(৮)বন্দর উপজেলার উলসন রোড এলাকার আলাউদ্দিনের ছেলে ও বিল্লাল হোসেন(৭) একই এলাকার আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল হক।

তিনি বলেন, রোববার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়। এরপর স্থানীয়রা তাদের নদীর তীরে খেলা করতে দেখেন। পরে তারা আর বাসায় ফিরে না আসায় এলাকায় মাইকিং সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। তবে রাত পর্য ন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধান মেলেনি। সোমবার সকালে ওই দুই শিশু গত একদিন যাবৎ নিখোঁজ ছিল। গতকাল রবিবার তাদের পরিবার এলাকায় মাইকিং করেও খোঁজে পায়নি। সোমবার সকালে এক শিশুর মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন,অপর শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে একই স্থান থেকে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের তথ্য ও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর