1. admin@ajkernarayanganj.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন

শয়তানের নি:শ্বাস সহ রাসায়নিক দ্রব্য নিয়ে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃরূপগঞ্জের নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক হত্যা মামলার দুই আসামী কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমেদ এবং বরিশালের বাবুগঞ্জ থানার ইদিলিকাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব। রবিবার সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, তাদেরকে গ্রেফতারের সময়ে দশ গ্রাম স্কোপোলামিন, দুই লিটার পটাশিয়াম সায়ানাইড, আড়াই লিটার ক্লোরফর্ম, ছয়টি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি খাতা উদ্ধার করা হয়। এর মধ্যে স্কোপোলামিন শয়তানের নি:শ্বাস নামে পরিচিত। যা দিয়ে দ্রুত সময়ে মানুষকে অল্প সময়ের জন্য বশিভূত করে সর্বস্ব কেড়ে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা থেকে এসব রাসায়নিক দ্রব্য কিনে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর