সোনারগাঁ প্রতিনিধি: এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা করায় পরীক্ষকের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হাইস্কুলের এক শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তিনি আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগারপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোহাম্মদ মমিন মিয়া কালো তালিকাভুক্ত হয়েছেন।
জানা গেছে, পরীক্ষক খাতা দেখায় অবহেলা করায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ফল ফেল আসে। পরে খাতা পুনর্নিরীক্ষণ করে দেখা যায় তারা পাস করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাবলিক পরীক্ষার খাতা দেখায় অবহেলা আর সহ্য করা হবে না। আর অন্যান্য পরীক্ষকদের এখনই সতর্ক হওয়া উচিত।
উপদেষ্টাঃ মাহমুদা আক্তার ফেন্সি
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ কাউসার মিয়া
বার্তা সম্পাদকঃ মীমরাজ হোসেন
প্রকাশকঃ মোঃ কামরুল ইসলাম
Copyright © 2023 আজকের নারায়নগঞ্জ. All rights reserved.