1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মেঘনায় চালু হলো নতুন টোল প্লাজা, নিবিঘ্ন ঈদ যাত্রা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬০ বার পঠিত

 

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে চালু করা হয়েছে মেঘনা সেতুর টোল প্লাজা-২। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টোল প্লাজার উদ্ধোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধনের পরপরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় মেঘনা টোল এলাকায় নতুন করে স্থাপিত ছয়টি ইলেক্ট্রনিক টোল আদায় কার্যক্রম বুথ গুলো।

এ সময় এখানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ, কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক, মেঘনা সেতুর টোল আদায়কারী ঠিকাদারী প্রতিষ্ঠান রিগনামের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি সহ উর্ধবতন কর্মকর্তারা।

সরেজমিন রোবাবর সকালে গিয়ে টোল প্লাজায় দেখা যায়, দুটি টোল প্লাজা দিয়ে স্বাভাবিক ভাবে ঈদ যাত্রায় মানুষ ভোগান্তী ছাড়াই পাড় হচ্ছেন। কোনো ধরনের যানজট না থাকা চালকদের মাঝে আনন্দের ছাপ স্পষ্ট। তারা হাসি মুখে টোল দিয়ে সেতু পার হচ্ছেন। টোলের শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত হয়েছে স্কাউট সদস্যরা।

রিগনামের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি বলেন, ইলেক্ট্রনিক টোল আদায় কার্যক্রম সেবা নিচ্ছেন প্রায় ৩০ শতাংশ চালক। অতিদ্রুত সময়ে টোল দিয়ে সেতু পার হতে পারছেন তারা।আমরা আশা করছি খুব দ্রুত সময়ে ৭০ শতাংশ চালক ইটিসির আওয়ায় চলে আসবে।

তিশা পরিবহনের চালক আলমগীর মিয়া বলেন, মেঘনা সেতুর টোল দিতে প্রায় ৩ মিনিটের মত সময় লাগতো। আর এখন ইলেক্ট্রনিক টোল আদায় কার্যক্রম হওয়া ১৫-২০ সেকেন্ট সময়ে দিতে পারছি। যানজটও হচ্ছে না আমরা এমন সেবা পেয়ে খুশি হয়েছি।

ভাই ভাই পরিবহনের সুপার ভাইজার আরিফ হোসেন বলেন, আমরা অনেক আনন্দিত হয়েছে টোল প্লাজায় কোনো যানজট নেই। ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে টাকা প্রদান করে টোল পাস হতে পারছি। গত কয়েক বছর টোল প্লাজায় ২ থেকে ৩ ঘন্টা যানজটে বসে থেকে টোল দিয়ে পার হয়েছি।

হানিফ পরিবহণনর চালক সবুর উদ্দিন বলেন, আমরা ইটিসি ব্যবহার করে ১০ শতাংশ ছাড় পাচ্ছি। টোল প্লাজায় কোনো যানজট নেই। নতুন টোল প্লাজা হওয়ায় খুব দ্রুত সময়ে মেঘনা সেতু পার হচ্ছি।

নারায়নগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এ পথে যানজট ও যাত্রা ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। মেঘনা টোল প্লাজার ১২টি বুথ এখন ইটিসি সেবার আওতায় রয়েছে। এবার কোনো ধরনের ভোগান্তী ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারবে। আমরা আশা রাখি সাধারন মানুষের ঈদের আনন্দ যানজটের ছোয়া লাগবে না।

এছাড়া চালকরা ইটিসি সেবা নিলেই ১০ শতাংশ ছাড় পাচ্ছেন।

 

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর