প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য এইচ এম মাসুদ দুলাল এর উদ্যোগে এসব খাবার বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলার শান্তি নগর দারু নাজাত তালীমুল কোরআন নূরানী মাদরাসা ও হেফজ খানা,তাহেরপুর দারুস সুন্নাত ছালেহিয়া মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা, কোরবানপুর বাইতুস সালাম জামে মসজিদ ও বাড়ি মজলিশ জামে মসজিদ ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।