নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সানারপাড় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সানারপাড় বটতলা এলাকায় এজেন্ট আউটলেটে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ওবায়দুল্লাহ খাঁন মামুন ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সানারপাড় এজেন্ট আউটলেট এর সত্ত্বাধিকারী মনির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মীমরাজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিউর রহমান,সাউথ পয়েন্ট কলেজের প্রিন্সিপাল মমতাজ মাহবুবুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুফতি ফজলুর রহমান আরফি ।
ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।