1. admin@ajkernarayanganj.com : admin :
বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায়
জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার (২৩ সেপ্টম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কুমিল্লা জাতীয় পার্ট সম্মলনে যাওয়ার পথে এ সভায় যোগ দেন।

পথসভায় সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, উপদেষ্ঠা খলিলুর রহমান খলিল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন এত সহজ হবে না। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে সোনারগাঁও উপজেলার সংসদ সদস লিয়াকত হোসেন খোকার সাথে সমন্বয় করে নির্বাচনে প্রচার-প্রচারণা মাধ্যমে লাঙ্গল প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি আবদুর রউফ,নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো:আনিসুর রহমান বাবু,সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর