সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ তিনজনকে গুণীজন সম্মনণা দেওয়া হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোনারগাঁও প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে গুণীজন উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
এসময় তিন ক্যাটাগরিতে সম্মানণা দেওয়া হয়। রাজনীতি ক্যাটাগরিতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজেদ আলী মিয়া, ক্রীড়া ও সমাজ সেবায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে এবং চলচিত্র ও পর্যটন ক্যাটাগরিতে বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনিকে গুণীজন সম্মাননা ২০২২ প্রদান করা হয়।
উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় বারের মতো ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নির্বাচিত হয়েছেন। খেলাধূলার পাশাপাশি তিনি পিরোজপুর ইউনিয়ন তথা সোনারগাঁও উপজেলায় সমাজ সেবায় বিশেষ ভূমি পালন করে যাচ্ছেন । অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে সোনারগাঁও ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। আগে একই সংগঠনের যুগ্ম সম্পাদক ছিলেন। নিজে পেশাদার খোলোয়ার হতে না পারলেও সোনারগাঁওয়ের খেলাধূলায় অবদান রাখার পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি।
সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গণে তার অবদানের স্বীকৃতি স্বরূপ “ক্রীড়া ও সমাজ সেবা” ক্যাটাগরিতে সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গুণীজন সম্মাননা ২০২২ প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের ছগির আহমেদ, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন চেয়ারম্যান আল আমিন সরকার প্রমুখ।