আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সূধী সমাবেশে যোগ দিয়েছেন। (২রা সেপ্টেম্বর) শনিবার বিকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজিত সূধী সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা মাঠে যোগদেন তারা।
“ দেশ বাচাঁতে দরকার, শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনার সরকার“ এমন সব স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়ির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:সোহাগ রনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, গাজী মুজিবুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, জাকির হোসেন, মোহাম্মদ হোসাইন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ আওয়ামী অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।